top of page

প্লাটফর্মস ফর 
ডায়ালগ

নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করে , সুশীল সমাজের অংশগ্রহণে এবং বাংলাদেশে সরকারের প্রতিক্রিয়া ও জবাবদিহি উন্নত করা

পিফরডি কাজ করছে

ইউনিয়ন ও জেলা পর্যায়ে 

গণতান্ত্রিক স্বত্বের 

উন্নতিবিধানে  

Meeting_RtK.jpg

জাতীয় ও স্থানীয় পর্যায়ে আরও জনবান্ধব 
সরকারি সেবা 

ব্যবস্থা গড়ে তুলতে

104890371_3130504900372089_6312026105046833777_o.jpg

সুশীল সমাজ ও সরকারের ভেতর 

অন্তর্ভুক্তিমূলক সংলাপের সুযোগ তৈরিতে

Screenshot 2023-01-23 at 1.25_edited.jpg

সামাজিক জবাবদিহির নীতিমালার ব্যবহারকে ছড়িয়ে দেয়া 

6.WhatsApp Image 2019-05-17 at 04.05.49.jpg

দেশব্যাপী আমাদের অংশীদারগণ আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে 

প্লাটফর্মস ফর ডায়ালগ প্রকল্পে আমরা ৬৩টি সুশীল সমাজ সংস্থা এবং মন্ত্রিপরিষদ বিভাগ মিলে একসাথে সামাজিক জবাবদিহি নীতিমালা তুলে ধরতে কাজ করছি। পিফরডি প্রকল্পটি ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশের ২১টি জেলায় বাস্তবায়ন করছে বৃটিশ কাউন্সিল। 

SAP_Ashar Prodip_Early Marriage 2- Rajsh

সামাজিক জবাবদিহি নীতিমালা সম্পর্কে জানতে ও অন্যকে জানাতে প্রয়োজনীয় উপকরণগুলো

খুঁজে নিন 

অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন নীতিমালা নিয়ে অসংখ্য উপকরণ খুঁজে পাবেন এখানে। পিফরডি ও পিফরডির প্রাতিষ্ঠানিক অংশীদারগণ বাংলা ও ইংরেজী- দুই ভাষাতেই এ উপকরণগুলো তৈরি করেছে।

86606613_2826621710760411_25414260155534

সামাজিক জবাবদিহি 
নীতিমালা

একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক জবাবদিহি নীতিমালাকে তুলে ধরা দরকার। সামাজিক জবাবদিহির নীতিমালা ও যেসব এলাকার মানুষেরা এই নীতিমালার সুফল ভোগ করছেন তাদের সম্পর্কে জানুন। 

সর্বশেষ আপডেট জানুন

আমাদের সর্বশেষ কার্যক্রম সম্পর্কে জানতে আমাদের ত্রৈমাসিক নিউজলেটারগুলো পড়ুন

আমাদের সাথে 

থাকুন

নিয়মিত আমাদের নিউজলেটার পেতে সাইনআপ করুন। এছাড়াও আমাদের ফেসবুক পেজ ও সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকতে পারেন।    

74682751_2650928221663095_85191603900246
bottom of page